নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তার ১০

নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তার ১০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী ও সারোয়ার জাহান গ্রুপের সন্দেহভাজন ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে, রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান এ কথা জানান। রোববার রাতে উত্তরা ও কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, এদের মূল কাজ ছিল নব্য জেএমবিকে শক্তিশালী করতে অর্থ যোগান দেয়ার পাশাপাশি সদস্য সংখ্যা বাড়ানো। আনোয়ার লতিফ খান বলেন, এরই অংশ হিসেবে উত্তরার লাইফ স্কুলে জঙ্গি কর্মকান্ড চলতো।