নির্বাচনের সময় সংসদ ভেঙ্গে দেয়া জরুরী

নির্বাচনের সময় সংসদ ভেঙ্গে দেয়া জরুরী

শেয়ার করুন

20431289_10155013337724755_742093523970853197_nনিজস্ব প্রতিবেদক :

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, নির্বাচনের সময় অর্ন্তবর্তীকালীন সরকার যা-ই হোক না কেন, সে সময়টাতে সংসদ ভেঙ্গে দেয়া অত্যন্ত জরুরি। তা না হলে, নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে।

এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোট রাখা এবং সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারেও একমত প্রকাশ করেন সুশীল সমাজের বেশিরভাগ প্রতিনিধি।

তারা বলেন, নির্বাচন কমিশনের কাজই জনগণের মতকে তুলে ধরা। সেটা করতে গেলে বাধা আসবেই। ইসি যদি জনগণের অধিকার রক্ষায় কাজ করে, তাহলে জনগণ তাঁদের পছন্দ করবে।20431601_10155013337794755_3189685929911793430_nএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সুধী সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের বেশিরভাই সংলাপে অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত সাত দফা কর্মপরিকল্পনাসহ প্রাসঙ্গিক বিষয়ে মতামত তুলে ধরেন বিশিষ্টজনেরা। পরে সংলাপ শেষে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বেশ কিছু নির্বাচনী আইনের প্রয়োগে দুর্বলতা আছে, এগুলো কাটিয়ে উঠতে হবে।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, নির্বাচন কমিশনের প্রথম কাজ হওয়া উচিত জনগণের আস্থা অর্জন করে নিজেদের স্বাধীন এবং দৃঢ় অবস্থান তুলে ধরা।