ইসিতে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আ. লীগ

ইসিতে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আ. লীগ

শেয়ার করুন

image-19562-1501483243
নিজস্ব প্রতিবেদক :

২০১৬ অর্থবছরে আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। এতে দলটির ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকা আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার টাকা। অর্থাৎ উদ্বৃত্ত ১  কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকা। দলটির ব্যাংক হিসাবে জমা আছে ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকা।

সোমবার সকালে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করেন। হিসাব বিবরণীতে বলা হয়, দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও সদস্য চাঁদা, নেতাকর্মীদের অনুদান, কেন্দ্রীয় নির্বাহী ও উপদেষ্টা কমিটি এবং সংসদ সদস্যদের চাঁদা ইত্যাদি থেকেই এ আয় এসেছে।

অন্যদিকে ব্যয়গুলো হয়েছে অফিস কর্মচারীদের বেতন, গ্যাস-পানি-বিদ্যুৎ-টেলিফোন বিল, ত্রাণ কার্যক্রম, দলীয় প্রচারণা, জনসভা, নির্বাচন ইত্যাদি খাতে।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক লেনদেনের বার্ষিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।