দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন

দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কে এম নূরুল হুদা নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় রোববার এটি প্রকাশ করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায় : সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ কর্মপরিকল্পনা অনুসরণ করা হবে। সব রাজনৈতিক দলকে নিয়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায় কমিশন। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ ছয় ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

ভোটার তালিকা তৈরি ও বিতরণ, দলের নিবন্ধন হালনাগাদ করা এবং কমিশনের জনবল সক্ষমতা বাড়ানোর কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে রোডম্যাপে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় নির্দিষ্ট করা, বড় শহরে সংসদীয় আসনসংখ্যা সীমিত রাখা, আরপিও এবং সীমানা নির্ধারণ অধ্যাদেশ বাংলায় রূপান্তরের প্রস্তাবও থাকছে কর্মপরিকল্পনায়।