শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ এর সিদ্ধান্ত হতে পারে চলতি বছরেই

শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ এর সিদ্ধান্ত হতে পারে চলতি বছরেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে সিদ্ধান্ত চলতি বছরেই হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। দুই দেশেল যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৩৫ দফার এই যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তা এফটিএ হওয়ার পথ উন্মুক্ত করবে। এছাড়া, সব ক্ষেত্রে দুই দেশ লাভবান হয়, এই দৃষ্টিভঙ্গি নিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

দুই দেশের মধ্যে নাগরিক যাতায়াত সহজ করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। এছাড়া, চট্টগ্রাম কলম্বোর মধ্যে সরাসরি জাহজ চলাচল দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।