‘তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে’

‘তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে বলে মনে করেন বললেন বিএনপি নেতারা। বুধবার আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে, দেশের স্বার্থকে না দেখে ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। সামরিক চুক্তির প্রয়োজনীতা কি, তা জনগণকে জানানোর দাবি জানান তিনি।

অন্যদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ-ভারত পানির বিতর্ক’ শীর্ষক আলোচনা সভায়, সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তার পানি চুক্তির দাবি জানান বিএপির ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও।