হাসিনা-মোদির বৈঠকে থাকবেন মমতা

হাসিনা-মোদির বৈঠকে থাকবেন মমতা

শেয়ার করুন

modi-hasina-mamataনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী শুক্রবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন মমতা। বুধবার মমতার আসার বিষয়টি নিশ্চিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তাঁর ওই সফরের সময় মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল।

সফরের সময় তিস্তাসহ অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, গঙ্গা ব্যারাজ প্রকল্পসহ নানা বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে। আগামী শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা। এছাড়া শেখ হাসিনার সম্মানে প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজেও উপস্থিত থাকবেন তিনি।