ওবায়দুল কাদেরের মন্তব্য গণতন্ত্রের জন্য হুমকি : রিজভী

ওবায়দুল কাদেরের মন্তব্য গণতন্ত্রের জন্য হুমকি : রিজভী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

রোববার রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া বলেছিলেন, পদ্মাসেতু প্রকল্প আদৌ বাস্তবায়ন হবে কি না এ নিয়ে তার প্রশ্ন আছে। সরকারের লুটপাটের কারণেই এই প্রকল্পের খরচ বেড়েছে। খালেদা জিয়াকে তার অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের পরেরদিন বলেন, তথ্য প্রমাণ দিয়ে পদ্মা সেতুতে দুর্নীতি প্রমাণ করুন। তা না হলে মামলার সম্মুখীন হতে হবে।

ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য,  হুমকি সংস্কৃতির বহিঃপ্রকাশ। অগণতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটবিহীন সরকারই মানুষের কথা বলা বন্ধ করতে হুমকি দেয়। ৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতি এখনও পাওয়া যায়নি বলে জানান রিজভী। তবে সমাবেশ সফল করতে বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।