রেনশ- ওয়ার্নারের সেঞ্চুরিতে হতাশার দিন পাকিস্তানের

রেনশ- ওয়ার্নারের সেঞ্চুরিতে হতাশার দিন পাকিস্তানের

শেয়ার করুন

Pakistan paceman Wahab Riaz (L) and captain Misbah-ul-Haq (R) walk back to their mark as Australia's batsmen punish the bowling during the first day of the third cricket Test match at the SCG in Sydney on January 3, 2017. / AFP / WILLIAM WEST / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের শতকে সিডনি টেস্টে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ার পথে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দিন শেষে পাকিস্তানের বিপক্ষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৫ রান।

257154টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নার উদ্বোধনী জুটিতে ১৫১ রান করেন। ৭৮ বলে সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। পাকিস্তানী বোলারদের ওপর দাপট দেখিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি। ১১৩ রা্নে আউট হন ওয়ার্নার। আর ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার রেনশ।SYDNEY, AUSTRALIA - JANUARY 03: David Warner of Australia celebrates after reaching his century during day one of the Third Test match between Australia and Pakistan at Sydney Cricket Ground on January 3, 2017 in Sydney, Australia. (Photo by Ryan Pierse - CA/Cricket Australia/Getty Images)

মাঝে অবশ্য সুবিধে করতে পারেননি উসমান খাজা ও স্টিভেন স্মিথ। দিন শেষে  রেনশ ১৬৭ ও পিটার হ্যান্ডসকম্ব ৪০ রানে অপরাজিত আছেন। দুটি উইকেট পেয়েছেন ওহাব রিয়াজ। ৩ ম্যাচ টেস্ট সিরিজে এরইমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।