একতরফা নির্বাচন করতেই দ্রুত বিচার আইন-সংশোধন

একতরফা নির্বাচন করতেই দ্রুত বিচার আইন-সংশোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আগামীতে এক তরফা নির্বাচন করতেই দ্রুত বিচার আইন-সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে ডিআরইউতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-‘ড্যাব’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

এবারের বাজেটে এক লাখ টাকার উপর আটশ টাকার যে আবগারি শুল্ক বসানো হয়েছে, এর তিব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করতেই এই প্রক্রিয়া। নতুন আবরণে বাকশাল চালু করে সরকার দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নষ্ট করেছে বলেও অভিযোগ করেন  বিএনপি মহাসচিব।