একনেকে তিন হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন

একনেকে তিন হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তিন হাজার ৭২৩ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এই ১১টি প্রকল্পের মধ্যে আটটি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প। উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে, জেলা সদরের সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন, অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প, খুলনা জেলা কারাগার নির্মাণ।

এর  মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬৯০ কোটি টাকা বরাদ্দ সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের প্রকল্পে। সার্বিক বরাদ্দের তিন হাজার ৬০৩ কোটি ৬৭ লাখ টাকা দেবে সরকার। এছাড়া সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২২ কোটি ৫০ লাখ টাকা আর প্রকল্প সাহায্য থেকে ব্যয় হবে ৯৬ কোটি ৮৯ লাখ টাকা।