বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে

বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে

শেয়ার করুন

656নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ আরও অনেকে বৈঠকে উপস্থিত আছেন। আর মিয়ানমারের পক্ষে আছেন দেশটির স্টেট কাউন্সিলর দফতরের মন্ত্রী টিন্ট সোয়ে।

রাত ১টার দিকে টিন্ট সোয়েসহ ৩ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যে ৫ দফা প্রস্তাব রেখেছেন, মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে আলোচনায় সেগুলোরই বাস্তবায়ন চাইবে বাংলাদেশ। টিন্ট সোয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেশে না থাকায় তা সম্ভব হচ্ছে না ।