‘৩০ অক্টোবরের মধ্যে চাল ও গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে’

‘৩০ অক্টোবরের মধ্যে চাল ও গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৩০ অক্টোবরের মধ্যে চাল ও গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রীর অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যথায় লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

সোমবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, চালের আমদানিকারক, মজুদদার, আড়তদার, পাকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যারা এক টনের বেশি চাল মজুদ রেখে ব্যবসা করেন তাদের সবার খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নিতে হবে। এছাড়া ১৫ দিন ব্যবসায়ীদের পর পর গুদামে মজুদ চাল ও গমের হিসাব স্থানীয় খাদ্য দফতরকে অবহিত করতে হবে বলেও জানান তিনি।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সভায় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। সভা শেসে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ১০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের নোটিশ দেবেন খাদ্য অধিদফতর। ‘কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬ আইনের আওতায় এ নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।