৪৮ ঘণ্টার মধ্যে হজ যাত্রীদের ভিসা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে হজ যাত্রীদের ভিসা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আটকে পড়া হজ যাত্রীদের ভিসা নিশ্চিত করতে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়কে। একই সঙ্গে হজযাত্রা সংকটের বিষয়ে কেন তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে বিকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সৌদি আরবের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। কিন্তু অনেকেরই ভিসা না হওয়ায় গত কয়েকদিনে বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল হয়।