‘শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে’

‘শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।আছাদুজ্জামান মিয়া বলেন, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

পুলিশের পাশাপাশি এই এলাকায় সাদা পোশাকেও দায়িত্ব পান করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শোক দিবসের অনুষ্ঠানে আসা সবাইকে আর্চওয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে কোনও ধরনের ঝুঁকি নেই বলেও তিনি জানান।