‘১৪ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে’

‘১৪ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৪ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। ১২ জুন থেকে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে তাদের।

রোববার সচিবালয়ে ঈদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সভা শেষে ব্রিফিং-এ একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বড় ঈদের জামাত সিসিটিভির আওতায় থাকবে।

ঈদে ঘরমুখো মানুষ যেন সময়মতো বাড়ি যেতে পারে সেটা নিশ্চিত করতে মহাসড়কগুলোতে বিশেষ নজর থাকবে। তবে বাস, লঞ্চ ও ট্রেনে অতিরিক্ত যাত্রী নিতে দেয়া হবেনা। ব্রিফিং-এ এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক বিরোধী অভিযান চলবে।