হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি: পাউবো’র তিন প্রকৌশলী বরখাস্ত

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি: পাউবো’র তিন প্রকৌশলী বরখাস্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে যুক্ত পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে দুর্নীতি, অনিয়ম ও ধীরগতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন, সিলেট পাউবোর উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার এবং পাউবো’র সুনামগঞ্জের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন।

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আজ সচিবালয়ে গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের জেলাগুলোতে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম ও ধীরগতির অভিযোগ তদন্তে গত ৯ এপ্রিল গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে।