হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে অনৈতিক আদেশ দেয়ার অভিযোগ

হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে অনৈতিক আদেশ দেয়ার অভিযোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে অনৈতিক আদেশ দেয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

বৃহস্পতিবার সকালে  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যে র পূর্ণাঙ্গ বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অর্থ ঝণ বিষয়ক একটি মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ ডিক্রি জারির মাধ্যমে অনৈতিক আদেশ দিয়েছেন বলে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানান।

বিষয়টি আমলে নিয়ে আপিল বিভাগের ৭ জন বিচারপতির সবাই ক্ষোভ প্রকাশ করেন। হাইকোর্টের এ ধরনের আদেশে ক্ষোভ প্রকাশ করেন তারা। হাইকোর্টের কোন আদেশের প্রতি আপিল বিভাগের এই ধরনের ক্ষোভ প্রকাশ নজিরবিহীন।

এসময় আপিল বিভাগের একজন বিচারপতির হাইকোর্টের ওই বেঞ্চ এমন আদেশ দিতে কত টাকায় ম্যানেজ হয়েছে এমন প্রশ্ন তোলেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পরে ওই অর্থহীন মামলায় বিচারিক আদালতের দেয়া রায় বাতিল করেন। তবে এ ব্যাপারে  অ্যাটর্নি জেনারেল সাংবাদিতকদের সঙ্গে কথা না বললেও, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী হাসান আরিফ এই বিষয়ে জানান।