হলি আর্টিজান ফিরল মালিকের হাতে

হলি আর্টিজান ফিরল মালিকের হাতে

শেয়ার করুন

hqdefault

নিজস্ব প্রতিবেদক :

ভয়াবহ জঙ্গি হামলার প্রায় সাড়ে চার মাস পর গুলশানের হলি আর্টিজান বেকারি জমির মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গত পহেলা জুলাই, হামলার পর থেকেই এর নিয়ন্ত্রণ ছিল পুলিশের কাছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদর রহমান জানিয়েছেন-প্লটমালিক সামিরা আহম্মদ তার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন। আদালত অনুমতি দেওয়ায়, ওই জমি ও ভবন রোববার বিকালে প্লট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে ঢুকে দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তাকে খুন করে জঙ্গিরা। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে নিহত হয় জঙ্গিরা। এরপর বেকারির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে হলি আর্টিজান বেকারির বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়ে যায়।