নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

শেয়ার করুন

_92421732_ec8ea231-21e1-4774-b308-e5e20c9ca3f9বিশ্বসংবাদ ডেস্ক :

নিউজিল্যান্ডে ৭ দশমিক ৮ মাত্রর শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার মধ্যেরাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর সুনামি সতর্কতা জারি করা হয়। এই সতর্কতার দুই ঘণ্টা পরই সুনামি আঘাত হানে।  _92420890_7608eab3-619b-42c5-a08b-102a66e21cf0সুনামি আঘাত হানার পর উপকূল থেকে মানুষজন সরিয়ে নিচ্ছে কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া না গেলেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

_92420888_99c4c60a-7450-4fa7-9708-a5e390227d53ভূমিকম্পের পরেই নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে সুনামি। সুনামিতে প্রায় সারে আট ফুট উচ্চ সামুদ্রিক ঢেউয়ের সৃষ্টি হয়। আরও বড় সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এর আগে ২০১১ সালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন প্রাণ হারান।