হজ্জ যাত্রীর বহন কারী বিমানের ঢাকা ত্যাগ

হজ্জ যাত্রীর বহন কারী বিমানের ঢাকা ত্যাগ

শেয়ার করুন

Biman-Ist-Hajj-Flightনিজস্ব প্রতিবেদক :

এ বছরের হজ্জ যাত্রীর বহনকারী প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে শনিবার সকালে।  সকাল ৭টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ-ফ্লাইট বিজি-১০১১ বিমানটি ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ইআর এ হজ-যাত্রীদের বিদায় জানান।

শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে দ্বিতীয় বিমানটি। বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। দিনের চতুর্থ বিমানটি ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

এর আগে ১১ জুলাই বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ্জ-ক্যাম্পে হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ বছর হজ-ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ জেদ্দা যাবেন।