সোহরাওয়ার্দী উদ্যানে উপাসনায় যোগ দিয়েছেন পোপ

সোহরাওয়ার্দী উদ্যানে উপাসনায় যোগ দিয়েছেন পোপ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্ট ধর্মের বিশেষ সভা ও উপাসনায় যোগ দিয়েছেন পোপ ফ্রান্সিস।

শুক্রবার সকাল ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে শুরু হয় এই প্রার্থনা পর্ব। দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পোপ ফ্রান্সিসের বৈঠক। এরপর তিনি ক্যাথিড্রাল পরিদর্শন করবেন বিকেল ৪টায়। এরপর ৪টা ১৫ মিনিটে রমনায় প্রবীণ যাজক ভবনে পোপের সঙ্গে বাংলাদেশের বিশপদের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে তিনি ধর্মীয় বক্তব্য রাখবেন।

বিকেল ৫টায় রমনার আর্চ বিশপ হাউজের মাঠে এক সমাবেশে অংশ নিয়ে সেখানেও বক্তব্য রাখবেন পোপ ফ্রান্সিস। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন তিনি।