৩৫টি জেলার স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করলেন সিইসি

৩৫টি জেলার স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করলেন সিইসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নতুন করে ২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, দেশের আটটি জেলার সাথে সরাসরি সংযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ইতোমধ্যে ঢাকার বাইরের সিটি কর্পোরেশনগুলোতে এই কার্যক্রম চালু হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায় : ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব জেলাতেই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

জমি ক্রয়-বিক্রয়, ব্যাংকিং বা চাকুরি ছাড়াও বিদেশ ভ্রমণ সংক্রান্ত নানা কাজের সহযোগী হবে আন্তর্জাতিক মানের এই স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি। প্রধান নির্বাচন কমিশনার জানান : প্রতিদিন এক লাখ ৫০ হাজার নতুন স্মার্ট কার্ড তৈরি হচ্ছে।