সেপ্টেম্বর থেকে দশ টাকা কেজি দরে চাল দেবে সরকার

সেপ্টেম্বর থেকে দশ টাকা কেজি দরে চাল দেবে সরকার

শেয়ার করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাস থেকে দেশের হতদরিদ্র পরিবারে দশ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেবে সরকার।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ-এপ্রিল এই ৫ মাস ১০ টাকা কেজিতে চাল দেয়া হবে। এই খাদ্যবান্ধব কর্মসূচীর শ্লোগান হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশ; ক্ষুধা হবে নিরুদ্দেশ।

খাদ্যমন্ত্রী আরও জানান, এখন থেকে টিআর ও কাবিখা কর্মসূচিতে খাদ্যশস্য অর্থাৎ চাল বা গমের বদলে নগদ টাকা দেয়া হবে। এছাড়া চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই চলছে বলে জানান তিনি।