সুনামগঞ্জ পৌঁছেছে সুরঞ্জিত সেনের মরদেহ

সুনামগঞ্জ পৌঁছেছে সুরঞ্জিত সেনের মরদেহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দেশের কিংবদন্তি পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জ পৌঁছেছে।

বেলা ১২টা ৪০ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহবাহী হেলিকপটটি সুনামগঞ্জের পুলিশ লাইন মাঠে নামে। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কালেক্টরেট স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেয়া হয়েছে।

সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা শাল্লায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দিরাইয়ে বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এরআগে, বেলা ১১টায় সিলেট শহীদ মিনারে তাঁর মরদেহ পৌঁছায়। সেখানে শত শত মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই উপস্থিত ছিলেন যুদ্ধকালীন তাঁর সহকর্মী মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক সতীর্থরা।

সকাল সোয়া ৯টায়, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তাঁর মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৮টার দিকে ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে সুরঞ্জিত সেনের মরদেহ তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁকে শেষ বিদায় জানান।