মুসলিমদের সম্পর্কে ভুল ধারণা মোচনে ব্রিটিশদের মসজিদ পরিদর্শন

মুসলিমদের সম্পর্কে ভুল ধারণা মোচনে ব্রিটিশদের মসজিদ পরিদর্শন

শেয়ার করুন

stream_imgবিশ্বসংবাদ ডেস্ক :

সন্ত্রাসবাদ ঠেকানো এবং মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা ঘোচাতে যুক্তরাজ্যে দেড়শয়েরও বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল রোববার।

ইসলাম সম্পর্কে জানা এবং প্রশ্ন করতে উৎসাহিত করার উদ্দেশ্যে (VisitMyMosque) অর্থাৎ ‘আমার মসজিদে ঘুরে আসুন’ নামে এ আয়োজন করে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন।

রোববার সারাদিন #VisitMyMosque হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত ছিল। এর মাধ্যমে বিভিন্ন ধর্মের অনেক মানুষ মসজিদ পরিদর্শন এবং তাদের প্রশ্নের সঠিক উত্তর জেনেছেন।

ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের পয়গাম-ই ইসলাম মসজিদে দর্শনার্থীরা ইসলামী আইন, জিসাস সম্পর্কে ইসলামের মতামত এবং আইএস নির্মূলে মসজিদ কী ভূমিকা রাখছে সে সম্পর্কে জানতে পারেন। লেবার পার্টির নেতা জেরেমি করবিনও এই আয়োজনে অংশ নেন।

টুইটারে ছবি শেয়ার করে ট্রাম্পের মুসলিম বিদ্বেষ নিয়ে সমালোচনা করেন। অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মসজিদ ঘুরে দেখেন। কন্যাশিশুরা হিজাব সম্পর্কে জানতে পারে। নামাজের প্রয়োজনীয়তা, রোযা, রাজনীতি, মরদেহ পবিত্র করার ব্যবস্থা সম্পর্কেও জানতে পারেন অতিথিরা।