সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া চলছে

সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া চলছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

গত ১৩ আগস্ট আদালত রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় গত ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের  সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায় ও নথি গত ২২ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায়, এবং ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে দুই মামলার পেপারবুক প্রস্তুত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত ৩০ ও ৩১ জানুয়ারি ৩৫ আসামির মধ্যে ২৮ জন আপিল করেন। পরে ২২ মে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু  হয়। ২৬ জুলাই পর্যন্ত চলে এ শুনানি।