তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দিল ভারতের আদালত

তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দিল ভারতের আদালত

শেয়ার করুন

371a95a8f8e648119bd45a5e3c8167e3_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইসলামে ৩ তালাকের বিষয়টি অসাংবিধানিক উল্লেখ করে রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। এর ফলে নারী অধিকার কর্মীদের বড় জয় হলো বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

বিষয়টি সরকারী আইনে পরিনত হবার আগ পর্যন্ত ছয় মাসের জন্য ৩ তালাকের বিধানটি স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তথাকথিত ৩ তালাক প্রথা চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়েরের পর সব দিক বিচার বিশ্লেষন করে এই রায় দেয়া হলো।

বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি দেশের মতো ভারতেও একজন মুসলিম পুরুষ তিনবার তালাক শব্দটি উচ্চারণ করেই তার বিবাহিত স্ত্রীকে তালাক দিতে পারেন, এমন বিধান চালু ছিল। দুটি নারী অধিকার সংগঠন ও এই পদ্ধতিতে তালাকপ্রাপ্তা ৫ জন মুসলিম নারীর এই ৩ তালাকের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেন।