সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি বৃহস্পতিবার

সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি বৃহস্পতিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনার আবেদনের উপর শুনানি হবে আগামী ৬ এপ্রিল, বৃহস্পতিবার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার নিজের কার্যালয়ে এ কথা জানিয়েছেন। যুদ্ধাপরাধ বিবেচনায় সাঈদী রীতিমতো চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রাষ্ট্র এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তিই আশা করে।

সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড রহিত করে আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছিলেন। এর বিরুদ্ধে সাঈদীর রিভিউ আবেদনের পাশাপাশি, মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনটিও সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় ছিলো।