সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড

সাংসদ বদির তিন বছরের কারাদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ, আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক এই রায় ঘোষণা করেন।  একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাংসদ বদির বিরুদ্ধে দুদকের করা এই মামলার বিচারকাজ শুরু হয়। দুদকের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ২০০৮ সালে বদির সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণীতে তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা উল্লেখ করেন।

পরে দুদক সম্পদের বিবরণী চেয়ে তাঁকে নোটিশ দেয়। নোটিশ পাওয়ার পর তিনি ৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৮৩ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। বাকি ১০ কোটি ৮৬ লাখ টাকার তথ্য গোপন করেন।