শাহজালালে কার্গো ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে কার্গো ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এক যুগ পর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্লাইট থেকে আবারো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সিঙ্গাপুর থেকে ফ্লাইট এসকিউ-৪৪৬ (SQ-446) ঢাকায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় ঢাকা কাস্টম হাউজের একটি দল। এ সময় গার্মেন্টস পণ্যের নামে আমদানি করা ৪টি কার্টুন থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। সেখানে ১ কেজি ওজনের সোনার বার ১৩টি, ছোট বার ৫টি ও ১৮৩টি চেইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

প্রায় ১২ বছর আগে একটি কার্গো ফ্লাইটের ইঞ্জিনের ভেতর থেকে স্বর্ণের তৈরি যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছিল।