সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় রবীন্দ্র চর্চা জরুরী: রাষ্ট্রপতি

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় রবীন্দ্র চর্চা জরুরী: রাষ্ট্রপতি

শেয়ার করুন

2017-05-08_bss-28_104683নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় রবীন্দ্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সোমবার দুপুরে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির পাশে তাঁর ১৫৬তম জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে কবিগুরুর অপরিসীম অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তাঁর বিশাল সৃষ্টিসম্ভারের কাছে বাঙালি চিরঋণী থাকবে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, রবীন্দ্রনাথ মানবতা ও সম্প্রীতির বাণী ছড়িয়েছেন।

জাতি-ধর্মের ঊর্ধে মানুষই ছিলো তাঁর প্রধান সৃষ্টির উপজীব্য। রবীন্দ্র-দর্শনের চর্চা মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।