‘সংবিধান অনুযায়ী দ্রুত উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে নীতিমালা করার দাবি’

‘সংবিধান অনুযায়ী দ্রুত উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে নীতিমালা করার দাবি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংবিধান অনুযায়ী দ্রুত উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে নীতিমালা করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন,  খসড়া নীতিমালা প্রণয়ন না করেই সরকার উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের পায়তারা করছে। বিচারপতি নিয়োগে আইন প্রণয়নে দেরি হলে, হাইকোর্টের দেয়া রায়ের আলোকে বিচারপতি নিয়োগ দেয়া হোক।

সংবিধান মোতাবেক নীতিমালা প্রণয়ন বা হাইকোর্টের রায়ের আলোকে বিচারপতি নিয়োগ না হলে আইনজীবী সমাজ ও দেশের জনগণ তা গ্রহণ করবে না।