কাবুলে জোড়া আত্মঘাতি হামলায় ৬ সাংবাদিকসহ নিহত ২১

কাবুলে জোড়া আত্মঘাতি হামলায় ৬ সাংবাদিকসহ নিহত ২১

শেয়ার করুন

acb2990d41a946c5a09fe888bc9baabe_18বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দুটি আত্মঘাতি হামলায় ৬ সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন।

এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সোমবার সকালের দিকে শাস দারাক এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা কার্যালয়ের সামনে এক আত্মঘাতি হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। এর ২০ মিনিট পর আরেকটি আত্মঘাতি হামলার ঘটনা ঘটে।

জরুরি স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়। আল জাজিরার সাংবাদিক জেনিফার গ্ল্যাসি জানান, প্রথম বিস্ফোরণ কাভার করতে যাওয়ার সময় সাংবাদিক ও স্বাস্থকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালালে হতাহতের ঘটনা ঘটে।

এতে সংবাদ সংস্থা এফএফপি’র প্রধান ফটো সাংবাদিক শাহ মারারিও প্রাণ হারিয়েছেন। আল জাজিরার আরেক ফটো সাংবাদিক আহত হয়েছেন। আত্মঘাতি হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই এলাকায় ন্যাটোর কার্যালয়ও রয়েছে।