ষোড়শ সংশোধনী অবৈধ: রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ শিগগিরই

ষোড়শ সংশোধনী অবৈধ: রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ শিগগিরই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হবে শিগগিরই। এ মুহূর্তে রায় লেখার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী একটি রিটের প্রেক্ষিতে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে গত ৩ জুলাই রায় দেয় আপিল বিভাগ।

৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে একমত হয়ে রায় দেন। তবে, হাইকোর্টের রায়ের সঙ্গে তাঁরা কিছু পর্যবেক্ষণ দেবেন বলে সেদিন ঘোষণা করা হয়। এই মুহূর্তে সেই রায় লেখার কাজই চলছে। ৭ বিচারপতির মধ্যে বিচারপতি নাজমুন আরা সুলতানা আগামীকালের পর অবসরে যাবেন। তার আগেই রায় লেখা শেষ হবে বলে সূত্রগুলো জানিয়েছে।