যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ ছড়ানোর প্রধান অর্থ-দাতা সৌদি আরব!

যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ ছড়ানোর প্রধান অর্থ-দাতা সৌদি আরব!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাজ্যে ইসলামী উগ্রবাদ ছড়ানোর পেছনে প্রধান অর্থ ও মদতদাতা সৌদি আরব। সম্প্রতি যুক্তরাজ্যের হেনরি জ্যাকসন কমিশন এক অনুসন্ধানে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তারা জানায়, সন্ত্রাসবাদে বিদেশি অর্থায়ন, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো এবং সহিংসতা সৃষ্টির পেছনে সৌদি আরবের পরিষ্কার ও সরাসরি হাত রয়েছে। এই অনুসন্ধানের পরও, সরকারের তত্ত্বাবধানে আরেকটি তদন্ত কমিটি করে সন্ত্রাসবাদে সৌদি আরবের মদতের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেয়া হয়েছে।

তবে ব্রিটেনে অবস্থিত সৌদি আরবের রাষ্ট্রদূত এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। এদিকে, সন্ত্রাসবাদে বিদেশী অর্থায়ন সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন গোপন রেখে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

অভিযোগ উঠেছে, ওই প্রতিবেদনে সৌদি আরব সম্পর্কে স্পর্শকাতর তথ্য আছে। তাই সরকার দেশটিকে খুশি রাখতে এ প্রতিবেদন গোপন করছে। গ্রিন পার্টি ওই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে।