শেখ হাসিনাকে মালয়েশিয় প্রধামন্ত্রীর ধন্যবাদ

শেখ হাসিনাকে মালয়েশিয় প্রধামন্ত্রীর ধন্যবাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার পাঠানো ত্রাণবাহী জাহাজ গ্রহণ করায়, বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক।

মঙ্গলবার মালয় মেইল অনলাইন জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর ফেইসবুকে লিখেছেন, রোহিঙ্গাদের জন্য দুই হাজার টন পণ্য নিয়ে ‘নটিক্যাল আলিয়া জাহাজ’ বাংলাদেশে সফলভাবে পৌছানোয় এবং তাকে গ্রহণ করায়, বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হলে ৭০ হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে চলে আসে। তাদের সহায়তা করতেই ৫০০ টন খাবার ও জরুরি ত্রাণ নিয়ে মালয়েশিয়ার জাহাজ নটিক্যাল আলিয়া এ মাসের শুরুর দিকে মালয়েশিয়া থেকে রওনা হয়ে ৯ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে পৌঁছালয়।

সেখানে বিক্ষোভের মুখে পড়লে, বাকি ত্রাণ নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। রোহিঙ্গা নির্যাতনের কঠোর সমালোচনা করে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে না পারায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন অং সান সু চিও।