পাকিস্তানি ক্রিকেটার জামশেদ গ্রেপ্তার

পাকিস্তানি ক্রিকেটার জামশেদ গ্রেপ্তার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

পিএসএলে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি আটক করেন জাতীয় দলের হয়ে খেলা এ ক্রিকেটারকে।

তবে বাঁহাতি এ ব্যাটসম্যান নাকি ইতোমধ্যে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত আগাম জামিন নিয়ে রেখেছেন। এনসি,র এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আটক করা হয় তাকে।

গত ১৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। নাসির জামশেদ এর বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল। বিপিএলে তিনি এমন সন্দেহে পুলিশের হেফাজতেও গিয়েছিলেন। তবে সেময় তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন জামশেদ।