শুভ বড়দিন

শুভ বড়দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোববার, ২৫ ডিসেম্বর। শুভ বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আনন্দের ছোঁয়া। পাপ ও পঙ্কিলতামুক্ত শান্তিময় পৃথিবীর প্রত্যাশা খ্রিস্টধর্মের অনুসারীদের।

জেরুজালেমের বেথেলহেম শহরের জীর্ণ এক গোয়ালঘরে, ২০১৬ বছর আগে মাতা মেরির গর্ভে জন্ম হয়েছিল খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুর। সেই সময় কুসংস্কারে ভরে ছিল পৃথিবী। নীতি-নৈতিকতার বালাই ছিল না মানুষের মধ্যে। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যীশু এসেছিলেন মানবজাতিকে রক্ষা করতে। সত্য ও ন্যায়ের পথে নিয়ে যেতে। যুগে যুগে কালে কালে যীশুর জন্মদিনকে তাই আনন্দ ও মুক্তির দিন হিসেবে বিবেচনা করা হয়।

বড়দিন উপলক্ষে গীর্জাগুলো সেজেছে রঙিন সাজে। আগের সন্ধ্যায় যীশুর আগমনের স্মরণে গীর্জায় গীর্জায় চলে প্রার্থনা ও বাইবেলের উপদেশ পাঠ। পরিবেশিত হয় সমবেত সঙ্গীত।

উৎসবের রং লেগেছে বাসা-বাড়িতেও। সবুজ ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলা হয় বর্ণিল সজ্জায়।  আনন্দ আয়োজনে পিছিয়ে নেই বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিজাত হোটেল। উৎসবের সবচেয়ে বড় আইকন ‘শান্তা ক্লজ’ বলতে শিশুরা অজ্ঞান। তারা মনে করে, উত্তর মেরু থেকে বুড়ো শান্তা শ্লেজ গাড়িতে চড়ে তাদের জন্য উপহারের বোঝা নিয়ে আসে।

মানুষের কাজ হবে যীশুর দেখিয়ে দেয়া পথে পরিচালিত হয়ে সব রকম অন্যায় অত্যাচার আর অসামাজিক কাজ থেকে বিরত থাকা, এমনটাই মনে করে খ্রিস্টান ধর্মগুরুরা।