‘মামলা জট আইনের শাসনের প্রতি জনগণের আস্থা হারাতে পারে’

‘মামলা জট আইনের শাসনের প্রতি জনগণের আস্থা হারাতে পারে’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বিচার ব্যবস্থায় মামলা জট ও দীর্ঘ সূত্রিতার কারণে আইনের শাসনের প্রতি আস্থা হারাতে পারে জনগণ। তাই আদালতের পুরো সময়কে বিচার কাজে ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার সকালে সুপ্রিম কোট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নিম্ন আদালতগুলোতে প্রায় ২৭ লক্ষ মোকদ্দমার মামলাজট রয়েছে। এসব মামলাজট মুক্তিতে বিচারকাজে অপ্রয়োজনীয় সময় দানের সংস্কৃতি পরিহার করতে বিচারকদের আহ্বান জানান তিনি।

বিচার বিভাগীয় সম্মেলনের ২য় অধিবেশন চলাকালে তিনি আরও বলেন আইনজীবীদের যুক্তিসংগত কোনও বৈধ দাবিদাওয়া থাকলে জেলা জজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ অনুসারেও ব্যবস্থা নেয়া হবে।