শুভ জন্মাষ্টমী

শুভ জন্মাষ্টমী

শেয়ার করুন

72647-krishono-amarনিজস্ব প্রতিবেদক :

শুভ জন্মাষ্টমী । মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে পৃথিবীর বুকে এসেছিলেন, সেভাবেই আবারো আসবেন এবং সব অন্যায় দূর করবেন। প্রতিবারের মতো এবারও দেশব্যাপী জন্মাষ্টমী পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উদ্‌যাপন করা হয়েছে এ উৎসব।

হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ। তার জন্মকাহিনী, জীবন নিয়ে উৎসাহের সীমা নেই। মহাভারত, ভগবৎ গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে তার বিচরণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে দেশ ও জাতির কল্যাণ প্রার্থণায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুরু প্রতীক্ষিত আয়োজনের।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। মথুরা, বৃন্দাবন, গোকুল, নবদ্বীপ, মায়াপুরের পাশাপাশি সারা ভারত, এমনকি বিদেশেও ইস্কন সম্প্রদায় আয়োজন করে এ উৎসব।

কৃষ্ণভক্তরা জানেন, অত্যাচারী রাজা কংসের রাজত্বে মথুরাবাসীর দুঃখের সীমা ছিল না। একসময় দৈববানী আসে, দেবকীর অষ্টম গর্ভে জন্মানো সন্তানই হত্যা করবে কংসকে, উদ্ধার করবে মথুরাবাসীকে। বাণী শুনে প্রচন্ড রেগে দেবকী এবং বাসুদেবকে সেই মুহূর্তে কারাগারে বন্দী করে কংস। তাতে অবশ্য কাজ হয়নি। দ্বাপর যুগে মর্ত্যে আবির্ভূত হলেন বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। অত্যাচারীর বিনাশ ঘটিয়ে প্রতিষ্ঠা করলেন ন্যায়নীতি, সত্য ও সুন্দরের। এখনো শ্রীকৃষ্ণের কাছে তার ভক্তদের একই চাওয়া: তিনি আসবেন, পৃথিবীকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যে পরিপূর্ণ করবেন।