রাজবাড়ীতে ১৪ দিনের ব্যবধানে ৩ নারী ও ১ শিশুকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ১৪ দিনের ব্যবধানে ৩ নারী ও ১ শিশুকে গলা কেটে হত্যা

শেয়ার করুন

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলায় ১৪ দিনের ব্যবধানে ৩ নারী ও ১ শিশুকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সবশেষ হত্যাকান্ডের পর আরো দুই সপ্তাহ কেটে গেলেও কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে এলাকায় ছড়িয়েছে পড়েছে আতঙ্ক ও নানা গুজব।

গত ৩ আগষ্ট সদর উপজেলার পশ্চিম মুলঘর গ্রামে ঘরের মধ্যে ঢুকে ৫০ বছর বয়সী শাহীদা খাতুন ও তার ৭ বছর বয়সী নাতনী লামীয়াকে গলা কেটে হত্যা করে দুবৃত্তরা। এর ৫ দিন পর ৮ আগস্ট, একই উপজেলার বড় আটদাবুনিয়া গ্রামে, দুই সন্তানের মা আদুরী বেগমের গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ১৭ আগস্ট বারবাকপুর গ্রামে একই কায়দায় ঘটে আরেকটি হত্যাকাণ্ড। মধ্য বয়সী হাজেরা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়।

প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে আতংকের পাশাপাশি এলাকায় ছড়িয়েছে নানা গুজব। অনেক নারীই ভয়ে ঘর ছেড়ে, স্বজনদের বাড়িতে চলে গেছেন।

এসব হত্যাকাণ্ডের কারণ উৎঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে দাবি পুলিশের। আর, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী জনগণকে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।