শুভ জন্মদিন বঙ্গকন্যা শেখ হাসিনা

শুভ জন্মদিন বঙ্গকন্যা শেখ হাসিনা

শেয়ার করুন

হাসিনা Bangladeshi Prime Minister Visits Germanyএটিএন টাইমস ডেস্ক:

দেশের সীমানা ছাড়িয়ে এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত নাম শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় সন্তান, বাবার মত দৃঢ়চেতা শুধু নয়, পেয়েছেন তাঁর রাজনৈতিক গুনাবলীর অনেককিছু-ই । মানুষকে কাছে টেনে ভালবাসা, কিংবা দেশের প্রশ্নে আপোশহীনতা। যেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। বলছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা।

টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া পরিবারের সবার কাছে পরিচিত হাসু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু নয়, তিনি বিশ্বনেতাদের একজন। ১৯৭৫ এর আগস্টে, ছোট বোন শেখ রেহানা ছাড়া বাবা শেখ মুজিবসহ পরিবারের সকলকে হারান তিনি।

শোককে শক্তিতে পরিনত করে ৮১তে দেশে ফেরেন শেখ হাসিনা। হাল ধরেন আওয়ামী লীগের। তারপর আন্দোলন সংগ্রামের ২১ বছর পর ১৯৯৬ তে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০০৯এর পর থেকে টানা দু বার দেশের নেতৃত্ব রয়েছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার যে কোন দেশের তুলনায় এই সময়ের মধ্যে অর্থনীতিতে অবিশ্বাস্য গতিতে এগিয়েছে বাংলাদেশ। পরিণত হয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশে। সম্প্রতি বিশ্ব অর্থনীতিতে সাত পরাশক্তি দেশের জোট জি-৭ সম্মেলনে যোগদান বাংলাদেশকে বিশ্বসভায় নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

শুধু অর্থনৈতিক উন্নতি নয়, প্রাণঘাতী যুদ্ধ-বিগ্রহে যখন বিপর্যস্ত মধ্যপ্রাচ্যসহ বিশ্বের লাখো মানুষ, যাদের অধিকাংশই শরনার্থী হিসেবে ভাসমান জীবন পার করছে, তাদের পক্ষে জাতিসংঘের ৭১তম অধিবেশনে উচ্চ কন্ঠে এর সমাধানে এগিয়ে আসতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন শেখ হাসিনা।