বিদ্রোহী হঠাতে আলেপ্পোয় স্থল অভিযান

বিদ্রোহী হঠাতে আলেপ্পোয় স্থল অভিযান

শেয়ার করুন

A woman sits amid damaged buildings in the rebel-held al-Myassar neighbourhood of Aleppoবিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়ার আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিতে, বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে সরকারি বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সর্বাত্মক অভিযানের শুরুতেই আলেপ্পোর ফারাফ্রা জেলার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সরকারি বাহিনী। এই মুহুর্তে আলেপ্পোর ‘বাব আল-আন্তাকায়া’ জেলার নিয়ন্ত্রণ নিতে, শিয়া মিলিশিয়াদের সাথে নিয়ে জোরদার অভিযান চালাচ্ছে আসাদের অনুগত বাহিনী। আর একাজে সহায়তা দিচ্ছে রাশিয়া ও সিরীয় বিমান বাহিনী।

সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বড় ধরনের অভিযান শুরুর পর পরই আলেপ্পোর উত্তরাঞ্চলে সাফল্য পেয়েছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের নিয়ন্ত্রণ থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলের দখল নিতে, মাত্র একদিন আগেই সর্বাত্মক স্থল অভিযান চালানোর ঘোষণা দেয় সিরীয়া সরকার।

এর আগে আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে, তিন দিনের বিমান হামলায় শতাধিক মানুষের প্রাণহাণির ঘটে। ওই অভিযানে বিদ্রোহীদের বেশকিছু স্থাপনাও গুড়িয়ে দেয় সরকারি বাহিনী।