শাস্তি কমিয়ে সংশোধিত শ্রম আইন অনুমোদন

শাস্তি কমিয়ে সংশোধিত শ্রম আইন অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মালিক ও শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন অপরাধের শাস্তি কমিয়ে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আইনে মালিক ও শ্রমিকদের অসদাচরণের জন্য সর্বোচ্চ সাজা কমিয়ে এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আগে কারাদণ্ড ছিল ২ বছরের। তিনি বলেন, ধর্মঘট ডাকার ক্ষেত্রে আগে দুই তৃতীয়াংশ শ্রমিকদের সমর্থন লাগত নতুন আইন অনুযায়ী সেটা ৫১ শতাংশ হচ্ছে। তাছাড়া, সংশোধিত শ্রম আইনে উৎসব ভাতা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি।