রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে মিয়ানমারে : আনান কমিশন

রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে মিয়ানমারে : আনান কমিশন

শেয়ার করুন

আনান কমিশন
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে। এমনটাই মনে করে ঢাকা সফররত কফি আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এরপর বিআইএসএস-এ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে মতবিনিময় করেন তারা।

সেখানে ৩ সদস্যের দলের মুখপাত্র ঘাষান সালামে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুধু ধর্মীয় কারণে হচ্ছে না। পুরো বিষয়টির সঙ্গে মিয়ানমারের রাজনীতি, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অন্যান্য বিষয়ও জড়িত। এসবের সুরাহা হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।