পাকিস্তানে প্রতিবছর ধর্ষণ নির্যাতনের শিকার ৭শ নারী

পাকিস্তানে প্রতিবছর ধর্ষণ নির্যাতনের শিকার ৭শ নারী

শেয়ার করুন

dc-Cover-0mril4ana2eagi89sjpkglrrr5-20170128084055.Mediবিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানে প্রতি বছর প্রায় ৭০০ নারী অপহরণের পর ধর্ষণের শিকার হন। পরে জোর করে তাদের বিয়ে দেয়া হয়। ব্রিটিশ-পাকিস্তানি খ্রিস্টান অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংগঠণ এই তথ্য দিয়েছে।

সংস্থাটির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী উইলসন চৌধুরী জানান, গত ১৩ জানুয়ারি তিন কিশোরী নিজেদের বাড়ি যাওয়ার সময় বখাটেদের উৎপাতের শিকার হন। তারা কুমন্তব্য করে। কিন্তু রাজি না হওয়ায় তাদের গাড়ি চাপা দেয়া হয়। এতে একজন মারা যায়। দুজন আহত হন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তা পালন করা হয়নি।

উইলসন চৌধুরী জানান, অন্য ধর্মের নারীদের প্রতি নির্যাতনের মাত্রা আরো বেশি। তিনি একটি পরিসংখ্যান দিয়ে জানান, গত তিন বছরে পাকিস্তানে দেড় হাজার নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শারীরিক নির্যাতন, মারধর, ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা রয়েছে। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশি সহযোগিতা তেমন পাওয়া যায়নি। বরং পারিবারিক ভাবে সমঝোতার মাধ্যমে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা হয়েছে।