রোহিঙ্গাদের পাশে তুরস্কের ফার্স্টলেডি

রোহিঙ্গাদের পাশে তুরস্কের ফার্স্টলেডি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের ফার্স্টলেডি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পটিতে যান ফার্স্টলেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু। ক্যাম্পের শরণার্থীদের সঙ্গে তারা কথা বলেন। এ সময় মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়েছে, তার বর্ণনা শুনে কেঁদে ফেলেন ফার্স্টলেডি এমিনি এরদোগান।

পরে, বাংলাদেশ সরকারের প্রশংসা করে তিনি বলেন, যে কোনো দুর্যোগে তুরস্ক সরকার পাশে থাকবে। প্রতিনিধিদের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং দু’দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।