‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে আজ আমি প্রধান বিচারপতি’

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে আজ আমি প্রধান বিচারপতি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে আজ আমি প্রধান বিচারপতি। বললেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ১ নম্বন বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিরি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রতি বছর মেধাবী ছেলেমেয়েরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেয়। পরে সেখানে নাগরিকত্ব নিয়ে তারা আর দেশে ফিরছে না। মেধা পাচার বন্ধের আহ্বান জানান তিনি। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা দায়রা জজ মো. আবু তাহের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজি এম আল মাসুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।