রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির উপর চাপ দিতে আহবান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির উপর চাপ দিতে আহবান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

2017-09-05_bss-04_801184নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন রোহিঙ্গা ইস্যুতে সফররত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন রাষ্ট্রদূত মিসেস রিনা পি. সোয়েমার্নো। এ সময় তাঁরা দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ভাল হবে বলে আশা ব্যক্ত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য বিরাট বোঝা। আমরা শুধু মাত্র মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মানবিক বিবেচনায় মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যে সুযোগ রয়েছে তা দুই দেশের জন্যই লাভজনক। তাই এসব দিকে নজর দেয়ার কথাও জানানো হয় বৈঠকে।